হাজীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজারঃ

১৪ এপ্রিল (শুক্রবার) পবিত্র মাহে রামাদ্বান ২০২৩ এর আসন্ন ঈদ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় শতাধিক মানুষকে নিয়ে ‘ঈদ সামগ্রী বিতরণ’ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অডিটোরিয়ামে হাজীপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি গাজী জাবের আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহিরুল ইসলামের সঞ্চালনায় জুম্মার নামাজের পর (দুপুর ২ ঘটিকা) থেকে পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আয়োজন শুরু হয়।

নির্বাচিত অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াসকে সামনে রেখে পরিষদের সভাপতির উদ্বোধনি বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের বক্তব্য শুরু হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এ আহাদ আধুনিক কলেজের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক, আল আরাফাহ ব্যাংকের কর্মকর্তা ও পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন জুনেদ, ওয়াহিদুল ইসলাম, রুহিন আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন, পাশাপাশি ক্বোরআন হাদিসের আলোকে সামাজিক কর্মকান্ডের গুরুত্ব ও তাৎপর্য এবং মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে বিষদ আলোচনা রাখেন, তাঁর বক্তব্যে সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপটের বর্তমান চিত্র ফুটে উঠে। তিনি এ ধরনের সামাজিক কর্মকান্ডের আরো ব্যাপক পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে এু সংগঠনের সাফল্যের জন্য দোয়া চেয়ে বক্তব্যের ইতি টানেন।

সমাপনী বক্তব্যে পরিষদের সভাপতি বিগত তিনটি বছরের সমাজকল্যাণ পরিষদের বাস্তবায়িত খতিয়ানের সার্বিক দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি রমাজনে আপনাদের ফুড প্যাক দিয়ে আমাদের দায়বদ্ধতা শেষ নয়। আমরা এ পর্যন্ত যে কাজগুলো করছি তা হলো টিউবওয়েল বিতরন, ঢেউটিন প্রদান, চিকিৎসাব্যয় নির্বাহ, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা, সেলাই মেশিন বিতরন, চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন, এবং কুরবানি প্রদান এবং দুস্থদের মধ্যে গোস্ত বিতরন, এবং সর্বোপরি দুইটি কেন্দ্রে ক্বোরআন প্রশিক্ষন কেন্দ্র চালু সহ অন্যান্য কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে আগামীতে আমাদের করণীয় ঠিক করে আরো কিভাবে ব্যাপকতর করা যায় সেই আশাবাদ ব্যক্ত করে পোগ্রামের মূল পর্বে চলে যাওয়ার অনুমতি ব্যাক্ত করেন।

প্রায় শতাধিক মানুষ এই কঠিন সময়ে কিছুটা সহযোগিতা পেয়ে অনেক খুশি হয়েছেন। পাশাপাশি অনেকে নিজ থেকে দোয়া করেছেন যাতে আগামী দিনের পথচলা সুন্দর ও মসৃন হয়। মানুষের হাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বন্টন করে আয়োজনের ইতি ঘটে।

শেয়ার করুন