আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় করেছে সৌদি আরব। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি তথ্য জানিয়ে বলেছে, ইয়েমেন ও সৌদি আরব উভয় দেশ নিজেদের মধ্যে প্রায় ৯০০ যুদ্ধবন্দি বিনিময় করতে সম্মত হয়েছে এবং ১৫ এপ্রিল (শনিবার) প্রথম দফা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে বিগত আট বছরের সংঘাত অবসানের লক্ষ্যে বর্তমানে দু’দেশের মধ্যে শান্তি আলোচনা চলমান রয়েছে।
আইসিআরসির মুখপাত্র জেসিকা মুসান জানান, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় সৌদি আরবের আবহা বিমানবন্দর থেকে ১২০ ইয়েমেনি যুদ্ধবন্দিকে নিয়ে একটি বিমান সানার উদ্দেশে আকাশে উড্ডয়ন করে।
একই সময়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৬ জন সৌদি ও ৩ জন সুদানি নাগরিককে নিয়ে একটি বিমান রিয়াদের উদ্দেশে যাত্রা করে। সৌদি আরবের আল-এখবারিয়া চ্যানেল ঝানিয়েছে, শনিবার দুপুরের দিকে সানা থেকে আসা বিমানটি রিয়াদে অবতরণ করেছে।
গত ২০ মার্চ সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।ওই আলোচনায় যুদ্ধবন্দি বিনিময় করার উপর গুরুত্ব আরোপ করা হয়।আইসিআরসির আঞ্চলিক মহাপরিচালক ফ্যাব্রিজিও কারবোনি বলেছেন, যুদ্ধবন্দি বিনিময় করার সিদ্ধান্ত নিয়ে দু’দেশ যে সদিচ্ছার পরিচয় দিয়েছে তার ফলে সৌদি আরব ও ইয়েমেনের সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু পরিবার তাদের প্রিয়জনকে কাছে পেয়েছে।