ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার রাতে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু, জিএম কাদের ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নুর নির্দেশনায় সারা দেশে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের কমিটির সম্মেলনকে সফল করার লক্ষ্যে প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ উদ্দিনের নির্দেশনায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট হরিপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মোঃ সিরাজুল ইসলামকে আহবায়ক ও মোঃহাসান আলী মাস্টারকে সদস্য সচিব করা হয়। ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃমোস্তাক সিদ্দিকি, খুরশিদ আলম, আবু তাহের, আলমগীর প্রধান, দেলোয়ার হোসেন মানিক, আলহাজ্ব রমজান আলী, যুগ্ম সদস্য সচিব মোকসেদুল মমিন (দপ্তর ও প্রচার), শেখ সাদি, মুনসেদ আলী মনছুর, সাইফুল ইসলাম, সদস্য পদে মনসুর আলী চৌধুরী, জাহিরুল (১নং ইউনিয়ন), জাকারিয়া মুক্তিযোদ্ধা, ফইজ উদ্দীন, জব্বার আলী, সন্তোষ কুমার, আব্দুর রাজ্জাক এমএ. জামান (১ নং ইউনিয়ন), খায়রুল ইসলাম, আনছারা বেগম, রাবেয়া খাতুন ও রাজিয়া বেগম।
নতুন কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি গঠন করে সম্মেলন সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
শেয়ার করুন