ঠাকুরগাঁওয়ে ‘আমরাই কিংবদন্তী’র ঈদ উপহার সামগ্রী বিতরণ।

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও এসএসসি-২০০০ব্যাচ (আমরাই কিংবদন্তী)’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। “বন্ধুরা সব পাশে আছ, অসহায় এর মুখে ফুটাতে হাসি” এই শ্লোগানে মঙ্গলবার সদর উপজেলার মথুরাপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও এসএসসি-২০০০ব্যাচ (আমরাই কিংবদন্তী)’র আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন কিংবদন্তীর ঠাকুরগাঁওয়ের সদস্য শারমিন আকতার, রিয়াজুল হক রিয়াজ, মোঃআজিজার, মিজানুর রহমান, দিলরুবা আকতার স্বর্ণা, আঁখি, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিমসহ কিংবদন্তীর অন্যান্য সদস্যবৃন্দ। এ কাজে আর্থিকভাবে সহযোগিতা করেছেন কিংবদন্তীর সদস্য রবিউল আলম, আতিকুর রহমান, সাবিহা, শামসি, সানা সরকার, টফি ইসলাম, সম্রাট শাহজাহান, মাহমুদুল হাসান, এম.ডি মাহাবুব, ডাঃনাজমুল হুদা বাপ্পি, জান্নাত মনি, রাজিব মল্লিক, তানজিনা পারভীন, ফাহিমা আফরোজ, মিলি আকতার, আজিজুর রহমান, দিলরুবা আক্তার স্বর্ণা, ডাঃ আফরিন তানিত, প্যারিস তাসমিনা, কামরুজ্জামান মানিক। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কিংবদন্তীর ৯ জন সদস্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এ সময় বিভিন্ন এলাকার শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কিংবদন্তীর সদস্যরা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও এসএসসি-২০০০ব্যাচ (আমরাই কিংবদন্তীর) পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। পরবর্তীতে এ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা।

 

শেয়ার করুন