বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলার উত্তর বাড়ন্তী নবাবিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী সালাত প্রতিযোগিতা।
মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জনাব মইনুল ইসলাম এর উদ্যোগে এই সালাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়মানুযায়ি যে সকল শিশু-কিশোর একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে তাদের প্রত্যোককে ১ টি করে বাইসাইকেল এবং যারা ৪০ দিনে ১৯৯ ও ১৯৮ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে তাদের প্রত্যেককে একটি করে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।
১৮ এপ্রিল (মঙ্গলবার) নবাবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে বিজয়ীদের হাতে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।
মসজিদের খতিব মাওলানা আব্দুল বাছিত আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ও আলখলীল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত
নবাবিয়া জামে মসজিদ শাখার সভাপতি জনাব হাজী আব্দুর রহমান তালেব, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মুফতি মাওলানা ছুহাইল আহমদ, প্রধান ক্বারী মাওলানা মুহাম্মদ ফয়সল, ওয়ার্ড মেম্বার জনাব হুমায়ূন রশিদ এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আলেম উলামাগণসহ সর্বস্থরের জনসাধারণ।
যুক্তরাজ্য প্রবাসী যথাক্রমে জনাব তাজুল ইসলাম ২টি, জনাব সিরাজ মিয়া ১টি, জনাব বদরুল ইসলাম ১টি, জনাব ফারুক মিয়া ১টি, জনাব মাসুক মিয়া ১টি, জনাব সিপার মিয়া ১টি, জনাব গোলাম মওলা ১টি এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরো ৪ জন আরও ৪টি সাইকেলসহ মোট ১২টি সাইকেল এবং নবাবিয়া জামে মসজিদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হাজি মোঃ জিলু মিয়া ১০টি বিশেষ পুরস্কার উপহার দেওয়ার মাধ্যমে এই প্রতিযোগিতা অত্যান্ত সুন্দর ও সফলতার সাথে সমাপ্ত হয়েছে।
আল্লাহ তায়ালা সকলের এই দান ও মেহনতকে কবুল করুন এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।