কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে’র অর্থায়নে ২টি মসজিদে ১০টি সিলিং ফ্যান প্রদান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

১৯ এপ্রিল (বুধবার) কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে’র অর্থায়নে সংগঠনের বাংলাদেশ দুই প্রতিনিধি মোহাম্মদ কাওছার হোসেইন বাবলু এবং স্পোর্টস কুলাউড়ার এডমিন রবিউল আউয়াল মিন্টুর উপস্থিতিতে উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের উত্তর কামারকান্দি জামে মসজিদে ৫টি এবং পশ্চিম পাচপীর জালাই জামে মসজিদে ৫টি উন্নত মানের সিলিং ফ্যান অনুদান দেয়া হয়৷

এ সময় আরও উপস্থিত ছিলেন মীরশংকর ক্রীড়াচক্র’র অধিনায়ক সুহেল আহমেদ এবং উভয় মসজিদের সম্মানিত ইমাম ও মুরব্বীয়ানগন।

প্রতিষ্টালগ্ন থেকেই সংগঠনটি কুলাউড়াবাসির সাহায্যার্থে এবং উন্নয়নে বিভিন্ন অনুদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন