রাজনগরে পুলিশের অভিযানে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদন,আবুল কালাম বেগ,রাজনগর:

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

গতকাল বুধবার সকাল ৬টার দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুলেমান আহমদ, এসআই(নিরস্ত্র) সওকত মাসুদ ভূইয়া, এসআই(নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সহ রাজনগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার টেংরাবাজার এলাকা থেকে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত মামুন মিয়া রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের নূর মিয়ার পুত্র। গ্রেপ্তারকৃত মামুন মিয়াকে বুধবার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন