মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী মনিপুরী পোষাকের সম্ভার নিয়ে শুভ উদ্বোধন হলো ‘পারমিতা’।
২৮ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪ ঘটিকায় ‘পারমিতা’র স্বত্বাধিকারী কল্পনা বুনার্জীর সভাপতিত্বে ও বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা শেফালী বুনারজির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জী, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, বিটিআরআই এর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা পুতুল সিংহ, ব্যবসায়ী নীরদ রঞ্জন বুনার্জী, মর্ডান মনিপুরী হ্যান্ডিকার্পস এর স্বত্বাধিকারী বিপুল সিংহ প্রমূখ।
একজন নারী উদ্যোক্তা হিসেবে কল্পনা বুনার্জীকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্মার্ট নারী উদ্যেক্তা উন্নয়ন সংস্থার আহবায়ক মিতালী দাশের নেতৃত্বে নারী উদ্যোক্তা তাহমিনা আক্তার, সানন্দা দে, শাহনাজ বেগম, ঝুমা ভট্টাচার্য, শিউল বেগম, সম্পা দেব প্রমূখ নারী উদ্যোক্তা। এছাড়াও উদ্বোধন উপলক্ষে মিতালি বিউটি পার্লারের স্বত্বাধীকারী মিতালী দাশের উদ্যোগে ও স্মার্ট নারী উদ্যেক্তা উন্নয়ন সংস্থার সৌজন্যে কেক কেটে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করা হয়।