মে দিবসের ভাবনা; আামেরিকা, কানাডা কি বিশ্বের বাইরে?

রুহুল কুদ্দুছ চৌধুরী, টরন্টো, কানাডাঃ

প্রথম ধাক্কাটা খাই আজ থেকে প্রায় ১৩/১৪ বছর আগে। কানাডায় এসেছি খুব বেশীদিন হয় নাই। এপ্রিলের প্রায় শেষের দিকে কথায় কথায় বৃটিশ-ল্যাটিন এক সহকর্মীকে মে দিবস অর্থাৎ আন্তর্জাতিক লেবার ডে বা শ্রম দিবস সম্পর্কে জানতে চাইলাম। উদ্দ্যেশ্য ১লা মে যদি স্টেচুটারি হলিডে হয় তাহলে টাইমস এন্ড হাফতো পাক্কা। কিন্তু হায়, আকাশ যেন মাইকেলের মাথায় ভেঙ্গে পড়লো। মাইকেলের জন্ম নর্থ ইয়র্ক জেনারেল হাসপাতালে, ২৫ বছরের এই যুবকের ১লা মে সম্পর্কে কোনও ধারনাই নাই, কোনও ইতিহাসও জানে না। স্কুল, কলেজ কিংবা ইউনির্ভাসিটিতে এই ইতিহাসের শিক্ষাও দেওয়া হয় না। আমি তখন তাকে ইতিহাসটা জানালাম কিন্তু, বিশ্বাস করলো বলে মনে হলো না। বললাম গুগল করে যেনে নিও। ও আমাকে উল্টো সেপ্টেম্বের প্রথম সোমবার লেবার ডে বা শ্রম দিবস বলে জানালো। আমেরিকা এবং কানাডা নাকি প্রতি বছরের সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে হিসেবে পালন করে আসছে। এবার আামার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, তাহলে কি শ্রম দিবস সম্পর্কে আমার জানা ইতিহাস ভুল? ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাস্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণের ইতিহাস মিথ্যা? নিহত ৬ শ্রমিকের আত্মদান সহ আহতদের কথাও ভুল?

দ্বিতীয় ধাক্কাটা খাই সম্ভবত ২০১২ সালে। ডালাস থেকে টরন্টোতে আসছি, বউ নিয়ে গেলেও একা আসছি, ছেলে-মেয়েদের তখনও জন্ম হয় নি। আসার সময় আমার ফ্লাইট ছিল ডালাস টু শিকাগো, শিকাগো টু টরন্টো। শিকাগোতে ৫ ঘন্টা স্টে ওভার। সিদ্ধান্ত নিলাম শহরটা দেখবো আগে কখনও শিকাগোতে যাওয়া হয় নাই। বেরিয়ে পড়লাম ঘুরতে। একটি টেক্সি নিলাম, বাদামী চামড়ার ড্রাইভার, কড়া ভারতীয় টানে কথা বলেন। নামটা এখন ঠিক মনে করতে পারছি না, মোহাম্মদ…. পাকিস্থানী ভদ্রলোক প্রায় ২৫ বছর আমেরিকায় আছেন, দেশে ডাক্তার ছিলেন। ছেলে-মেয়েদের জন্য আমেরিকায় এসে আর যেতে পারেননি। বয়স ৫৫ থেকে ৬০ হবে তাই আঙ্কেল বলেই সম্ভোধন করলাম, তিনিও খুশি। জিজ্ঞেস করলেন কোথায় যাব? মজা করে বল্লাম এয়ারপোর্টে, তিনিতো অবাক। বললাম না আঙ্কেল শুধু ঘুরতে যাব ৫ ঘন্টার যাত্রা বিরতি ৩ ঘন্টার জন্য শিকাগো শহর ঘুরে দেখবো, তারপর বেক টু এয়ারপোর্ট। হঠাৎ ই মনে পড়ে গেল হে মার্কেটের কথা, আঙ্কেলকে জিজ্ঞেস করতে উনি একটু ম্লান হাসি দিয়ে বললেন, মার্কেটটা এখন আর নাই তবে উনি আমাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারবেন। কথায় কথায় উনি বল্লেন, ১৮৮৬ সালের ঐ দিনের ঘটনা আমেরিকা ভুলে যেতে চায়, জানতে দেয় না তাদের পরবর্তী জেনারেশনদের, এই ব্যপারে কথা বলাও অলিখিতভাবে নিষেধ আমেরিকায়।

আর এরই কারনে সারা বিশ্ব যখন ১লা মে কে লেবার ডে হিসাবে পালন করে, আমেরিকা এবং কানাডা তা পালন করে সেপ্টেম্বরের প্রথম সোমবার। তাহলে কি আমেরিকা এবং কানাডা বিশ্বের বাইরে???

(লিখাটি ২০১৯ সালের ১লা মে প্রথম ফেইসবুকে পোস্ট করেন জালালাবাদ বার্তা সম্পাদক রুহুল চৌধুরী)

রুহুল চৌধুরী, সম্পাদক, জালালাবাদবার্তা.কম

শেয়ার করুন