এম.মুসলিম চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার বিভিন্ন ধানায় কর্মরতদের মধ্যে অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (৩ মে) পুরষ্কারের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের এপ্রিল মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন হারুনূর রশীদ চৌধুরী। এছাড়াও এসআই মো: ইমতিয়াজ সরকার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন এএসআই মো: মাহবুবুল আলম। সদর কোর্টের পুলিশ পরিদর্শক মো: ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। সদর কোর্টের নাজমা বেগম শ্রেষ্ঠ সিএসআই ও এএসআই মো: সাইফুল ইসলাম শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। জেলায় অস্ত্র, মাদক ও জুয়া বিরোধী অভিযান ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার, চোরাই মোবাইল, সিএনজি ও ১ ভরি ১০ আনা স্বর্ন উদ্ধারের জন্য সদর মডেল থানার এসআই কাঞ্চন দাস এবং মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় বিশেষ পুরস্কার লাভ করেন। মৌলভীবাজার জেলায় রুজুকৃত মাদক মামলাসমূহের এম/ই পর্যালোচনা ও সিডিএমএস নিয়মিত এন্ট্রি ও দাপ্তরিক কাজে সন্তোষজনক পারফরমেন্সের জন্য মাদক বিরোধী সেলের এএসআই দেবদাস দে পুরস্কার লাভ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: শহিদুল হক মুন্সী প্রমূখ।