চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে ঘরের পাশের পুকুরে পড়ে আজিফা নামের দেড় বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ওই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে শিশুর নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোঃ সবুজ মাঝির মেয়ে।
শিশুর স্বজনরা জানান, দুপুরে মায়ের কোল থেকে নেমে গিয়ে শিশু আজিফা বাড়ির আঙিনায় খেলছিলো। শিশুর মা রান্নার কাজে ব্যাস্ত ছিলেন। শিশু আজিফা খেলার ফাঁকে মায়ের অগোচরে বসত বাড়ির আঙিনা সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে শিশুর মা শিশু কন্যাকে আঙিনায় না দেখে খুঁজতে শুরু করেন। পরক্ষনেই শিশু কন্যাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দিয়ে শোকে আত্মহারা মা পুকুর থেকে শিশু কন্যার মরদেহ তুলে নেন।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।