চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। শুক্রবার (১৯ মে) উপজেলার দুলারহাট থানাধীন চরতোফাজ্জল ৩নং ওয়ার্ড আলী আহাম্মদ বেপারী বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাহাবুব আলম (২৫) পিতা-রফিকুল ইসলাম ও আবদুল আলিম (২১) পিতা-আরব আলী দর্জি। উভয়জন চরফ্যাসন থানাধীন আব্দুল্লাহপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুলারহাট থানাধীন চরতোফাজ্জল ৩নং ওয়ার্ড আলী আহাম্মদ বেপারী বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে দুলারহাট থানায় নিয়ে আসা হয়।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।