মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে ভূমি অফিস।
বুধবার (২৪ মে) শ্রীমঙ্গল ভূমি অফিসে সরজমিনে গিয়ে দেখা যায়, সেবা বুথের মাধ্যমে সেবা গ্রহীতাদের সহজে ভূমি সংক্রান্ত সেবা দিয়ে যাচ্ছেন ভূমি অফিসের কর্মরতরা। ভূমি অফিস প্রাঙ্গনে বিশেষ সেবা বুথ স্থাপন করে ভূমি সেবা চলছে। সেবা বুথে সেবা গ্রহীতাদের ভূমিসেবা বিষয়ে অবহিত করা ও পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও নামজারি, মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তরসহ সকল সেবা দেয়া হচ্ছে এই সেবা বুথ থেকে। সেবা গ্রহীতাদের ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার জানান, সেবা সপ্তাহ উত্বোধনের মধ্যে দিয়ে আগামী ২৮ মে পর্যন্ত সেবা বুথের মাধ্যমে সেবা গ্রহীতাদের ভূমি সংক্রান্ত পরামর্শসহ জাবতীয় সেবা প্রদান চলমান থাকবে।
সেবা বুথের মাধ্যমে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ভূমি অফিস
শেয়ার করুন