মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্টানকে বিভিন্ন অনিয়মের জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশের একটি টিমের সহায়তায় বড়লেখা উপজেলার পিসি স্কুল মার্কেট, এম আলী শপিং সেন্টার, ডাক বাংলা রোডসহ বিভিন্ন জায়গাতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পিসি স্কুল মার্কেটে অবস্থিত এনাম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, এম আলী শপিং সেন্টারে অবস্থিত জিম্মি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, ডাক বাংলা রোডে অবস্থিত সামছু ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা সহ ৩টি প্রতিষ্টানকে ভোক্তা আইনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শেয়ার করুন