শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজকে ১ লক্ষ টাকা অর্থদন্ড


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে অভিযান চালিয়ে গেস্ট হাউজ পরিচালনার সঠিক কাগজপত্র না তাকায় ও যুবক-যুবতিদের অনৈতিক কাজে প্রশ্রয় দেওয়ার অপরাধে ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শহরের ভানুগাছ সড়কে অবস্থিত মুনস ড্রীম রেস্ট হাউজে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহায়তায় অভিযানে রেস্ট হাউজটিতে যুবক-যুবতীদের অনৈতিক কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় এবং রেস্ট হাউজ পরিচালনার প্রয়োজনীয় দলিল পত্রাদী না থাকায় গেস্ট হাউজ কতৃপক্ষকে ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান ও গেস্ট হাউজটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

শেয়ার করুন