ঠাকুরগাঁওয়ে বায়োফার্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহের বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বায়োফার্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহের বিষয়ে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা খাদ্য বিভাগের আয়োজনে ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃআবু বকর, আন্তর্জাতিক পুষ্টি বিষয়ক প্রতিষ্ঠান গেইনের কর্মকতা কৃষিবিদ মনির উদ্দিন, ঠাকুরগাঁও বীজ প্রত্যায়ন এজেন্সির অফিসার আনিসুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মেসার্স কাশেম হাসকিং মিলের মালিক মোঃ আবুল কাশেম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, কৃষি অফিসার, বিভিন্ন এলাকার কৃষক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কৃষকেরা কি উপায়ে জিংক ধান লাগাতে পারবেন, বীজ কিভাবে পাবেন, এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কি কি পরামর্শ ও সেবা গ্রহন করতে পারবেন এবং জিংক ধানের বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। এছাড়াও কৃষি সংশ্লিষ্ট দপ্তর সমুহে কৃষকেরা কিভাবে সহজে জিংক সমৃদ্ধ ধান-চাল প্রদান করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন