প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৩ নারীসহ ১১জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে গ্রেপ্তারকৃত ১১ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার ২জুন রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাছান, এসআই তীথংকর দাস, এসআই আমিনুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন, এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই মো: আবু মুছা, এএসআই মো: জামাল উদ্দিন, এএসআই মো: জামাল মিয়া, এএসআই রাজু কুমার বিশ্বাস ও এএসআই মো: এরশাদ মিয়াসহ পুলিশের পুলিশের পৃথক টিম শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত পলাতক আসামিরা হলেন, সিআর-৮২/১২ (বন) এর পরোয়ানাভুক্ত আসামি সুমন (২০), মো: রুমান ইসলাম, সিআর-১৭৩/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সাদত মিয়া, জিআর-৩৮/২১ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি জুনেদ মিয়া, নারী ও শিশু মামলা-১৩৩/২০১৭, পিটিশন মামলা-৬৩১/২০১৬ এর পরোয়ানাভুক্ত আসামি পনই বুনার্জি, বাসু বুনার্জী, মানিক বুনার্জী, ননজিআর-২১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি রিপন মিয়া, ননজিআর-৩৯/২৩ (শ্রীঃ) এর পেরোয়ানাভুক্ত আসামি রিনা বেগম, নুর ইসলাম ও ছায়া বেগমকে গ্রেপ্তার করা হয়।