মৌলভীবাজার প্রতিনিধি.
গরিব মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। মৌলভীবাজার জেলার হাওর ও চা বাগান বেষ্ঠিত এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস)।
গত ২৯ জুন বৃহস্পতিবার ঈদের দিন বিকালে জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে কাউয়াদিঘীর হাওর ও কুশিয়ারা নদীর পাড়ে গরিব দুস্থ অসহায় মানুষের জন্য একটি গরু কোরবানি দিয়ে সেই গরুর মাংস ১০০ জন সুবিধা বঞ্চিত পরিবারের হাতে তুলা দেয়া হয় সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া ঈদের পরের দিন শুক্রবার সকালে ইটা চা বাগানের জালাই এলাকার ৫০জন মুসলিম চা শ্রমিক পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়।
শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে এসব কোরবানির মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নির্বাহী পরিচালক মোস্তফা বকস, তৌফিক আলম নাঈম, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ শাহ তৌফিক এলাহী তিয়াশ,মাসুম আহমদ রাফি,আবুল মাসুম রনি, রেজাউল ইসলাম রাফি, আব্দুল্লাহ আল মুহাইমিন রমি,মাহতাবুল ইসলাম উদয় প্রমুখ।