মো:ফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি.
ভোলার চরফ্যাশনে বোনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রুবেল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রুবেল পাশবর্তী লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার ইব্রাহিম সিকদার বাড়ির মৃত শাহজাহানের ছেলে। নিহত রুবেল হোসেন এক পুত্র সন্তানের জনক। তার মৃত্যুতে শোকে মাতম পুরো পরিবার ও স্বজনরা।
নিহত ওই যুবকের চাচাতো ভাই মো. কামরুল হাসান জালালাবাদ বার্তা. কম  কে জানান,  বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় বোনের বাড়িতে দাওয়াত খেতে যান রুবেল। এরপর খাওয়া-দাওয়া শেষে বিকেলের দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুলারহাট থানার মুন্সীরহাট এলাকার ব্রিজে উঠতে গিয়ে ছিটকে পড়ে যান তিনি।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত  চিকিৎসক রুবেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর খবর পেয়ে পুলিশ রুবেলের লাশটি দুলারহাট থানায় নিয়ে যায়।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন

Leave A Reply