চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের জিন্নাগড় মৌজায় দুই ভাই জোরপূর্বক প্রবাসী ভাই’র জমি দখলের বিচার দাবীতে মানবন্ধন করেছে। গতকাল (৬জুলাই)বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ মিনারের সামনে এই মানবন্ধন করা হয়। মানববন্ধনে প্রবাসী সামছুদ্দিন বলেন, আমার এবং ভাই শহীদ উল্লাহর জিন্নাগড় ইউনিয়নের জিন্নাগড় মৌজায় ৮একর জমি রয়েছে। যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। আমি প্রবাসে থেকে অর্জিত টাকা দিয়ে এই জমি কিনেছি। ভাই জামাল ও শফিউল্যাহ ২০ বছর যাবৎ আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছি।
অভিযোগটি জেলা প্রশাসকের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চরফ্যাসনকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ৩ মাস অতিবাহিত হলেও তদন্ত রিপোর্ট প্রদান করা হয়নি। ফলে আমরা আজ সু-বিচার চেয়ে মানববন্ধন করেছি। আমাদের জমি আমরা যাতে বুঝে পেতে পারি এজন্য সুবিচার দাবী করছি।
এই ব্যাপারে শফি উল্যাহ বলেন, এটা আমাদের দলিলের জমি। আমাদেরকে সামছুদ্দিন গংরা হয়রানী করছে।