চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলের অভিযোগ উঠছে স্থানী প্রভাবশালী আবদুর রহমান ,আবকর হোসেনসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামে জমি জবর দখলের ঘটনা ঘটে। ভূমি মালিক প্রভাতী রানী দাস অভিযোগ করেন, ৫ বছর আগে তিনি ওমরপুর ইউনিয়নের আলীগাঁও মৌজায় দিয়ারা ৭৫৪ নং খতিয়ানের ১০১১ নং দাগে তার মালিকানা ৫শতাংশ জমি ওই গ্রামের আবদুর রহমানের কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেন। তারা ওই জমি ৫ বছর ভোগদখলের পর সম্প্রতি সময়ে আমার ভোগদখলীয় প্রায় অর্ধকোটি টাকার মূল্যের ৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টা ও উচ্ছেদের হুমকি দেন। এনিয়ে চরফ্যাসন থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। থানা পুলিশের কাছে শালিশ চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ আবদুর রহমান ও আকবর হোসেন রাতে আঁধারে সংবদ্ধ হয়ে জোরপূর্বক তার ভোগদখলীয় জমি জবর দখল করা শুরু করেন। এসময় তিনি এবং তার পরিবারের সদস্যা বাধা দিলে মারধর করা হয়। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। প্রতিপক্ষ আবদুর রহমান জানান, আমাদের খরিদা জমিতে নির্মান কাজ করছি। তারাই ওই জমি তারাই আমাদের কাছে বিক্রি করেছেন। চরফ্যাসন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেয়া হবে।