চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থী লিপির পড়ালেখার খরচ চালাতে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ফাউন্ডেশন। আজ ২৩ জুলাই রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান মেধাবী ছাত্রী লিপির হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারি পরিচালক রাশেদা বেগম ও কোস্ট ফাউন্ডেশন জিন্নাগড় শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল। লিপি চরফ্যাশন উপজেলার জিন্নগড় ইউনিয়নের এক হতদরিদ্র রিক্সা চালকের মেয়ে।বাবা- মায়ের অভাব অনটনের সংসারে সাত ভাইবোনের জীবন জীবিকা ভরনপোষন ও লেখাপড়া করানোর সাধ্য নেই। লিপি মেট্রিক পাশ করে চরফ্যাশন সরকারি কলেজে একাদশ শ্রেনীতে পড়ালেখা করছে।তার ইচ্ছা ভবিশ্যতে সুশিক্ষা অর্জন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু বাবার সাধ আছে কিন্তু সাধ্য নেই।মেয়েকে পড়ালেখা করানোরমত আর্থিক সচ্ছলতা নেই।স্বেচ্ছাসেবি সংস্থা কোস্ট ফাউন্ডেশন আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়ায় মেধাবী এই শিক্ষার্থী লিপির পড়ালেখার খরচ যোগান দিতে।বাবার স্বপ্ন আর্থিক সহায়তার টাকা পেয়ে লিপির স্বপ্ন পুরণ হবে। ভবিশ্যতে সেই আশায় স্বপ্ন দেখছে লিপি।কোস্ট ফাউন্ডেশন যেসব মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখা করতে আগ্রহী এমন খাতে স্বেচ্ছায় বিনিয়োগ করছে।