প্রবাসী সংঘ কুষ্টিয়া ফেসবুক আইডিতে ভেড়ামারায় আব্দুর রহিম সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভেড়ামারা প্রতিনিধি

প্রবাসী সংঘ কুষ্টিয়া ফেসবুক আইডিতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর মৃত শেখ আমিন উদ্দিন এর পুত্র আব্দুর রহিমের নামে গতকাল শনিবার একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। যা সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টি আকর্ষিত হয়। আব্দুর রহিম সৌদি আরব প্রবাসী একজন রেমিটেন্স কর্মী। তার নামে ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ বেআইনিভাবে ব্যক্তিগত আক্রোশ মূলক পোস্ট হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে তিনি তার স্বজনদের মাধ্যমে নিম্নোক্ত প্রতিবাদ প্রেরণ করেছেন। গতকাল শনিবার উক্ত আইডি থেকে সংবাদটি প্রকাশিত হয়। যাতে আব্দুর রহিমকে একজন অবৈধ আদম ব্যবসায়ী, দালাল বাটপার মাদকাসক্ত সহ নানাবিধ অশালীন ভাষা ব্যবহার করে মিথ্যা দোষারোপ করা হয়। প্রতারণার বিষয়ে উক্ত প্রতিবেদনে তথ্য প্রদান করা হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় এ জাতীয় অপকর্মের সাথে উনি কোনোভাবেই জড়িত নয়। কিন্তু প্রতিবেদনটিতে কোন ভুক্তভোগীর ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। ভুক্তভোগীর নাম উল্লেখ না করে ঢালাও ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মনগড়া বানোয়াট মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশিত হওয়ায় রেমিটেন্স যোদ্ধা আব্দুর রহিমের সম্মান ক্ষুন্ন হয়েছে। মিথ্যা বানোয়াট সংবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় তার ব্যাপক মানহানি ঘটেছে। ‌ তিনি জোর দিয়ে বলেছেন প্রতিবেদনে সংযোজিত অভিযোগগুলো সাথে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন এবং ছিলেন না। তিনি বলেন তিনি সৎ ভাবে জীবন যাপন করেন। এবং এলাকায় তার যথেষ্ট সুনাম আছে। একটি স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচার থেকে সংশ্লিষ্টদেরকে সরে আসার জন্য আহ্বান জানান। সেই সাথে প্রকাশিত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ জাতীয় অপকর্ম অব্যাহত থাকলে সংশ্লিষ্ট আইভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন প্রবাসী আব্দুর রহিম।

শেয়ার করুন