আনন্দের জোয়ারে ভাসছেন জর্জিয়া স্টেট আওয়ামীলীগের নেতাকর্মী, দীর্ঘ ১০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ

বিশেষ প্রতিনিধি, জর্জিয়া, যুক্তরাষ্ট্রঃ

অবশেষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ৬১ সদস্য বিশিষ্ট জর্জিয়া স্টেট আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অনুমোদনের পর জর্জিয়া আওয়ামীলীগের নেতাকর্মী প্রবল ভাবে আনন্দিত এবং উজ্জিবীত।

অনেক নবীন এবং প্রবীন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত ১০ বছর থেকে জর্জিয়া স্টেট আওয়ামীলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি নেই প্রতিবার সম্মেলন হলে সভাপতি/সম্পাদক বা কিছু পদের নাম ঘোষনা করা হয় কিন্তু কোনও এক অদৃশ্য কারনে বারবারই কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।

গত সম্মেলনে সভাপতি/সম্পাদকের নাম ঘোষনা করে হলেও দীর্ঘ সময়ের পরও যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা না হয় তখন দলীয় নেতাকর্মীদের মাঝে চরম হতাশা নেমে আসে, এমন সাংগঠনিক সংকটময় সময়ে জর্জিয়া স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল তালুকদার নাহিদ
একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জোর প্রচেষ্টা চালান এবং দীর্ঘ চেষ্টার পর ৩১ জুলাই (সোমবার) একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিয়ে আসেন।

তাৎক্ষনিক ভাবে কমিটির নব নির্বাচিত সকল নেতৃবৃন্দ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি জনাব ডঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ও জর্জিয়া স্টেট আওয়ামীলীগে সাধারন সম্পাদক নুরুল তালুকদার নাহিদকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং একই সাথে সবাই ঐক্যবন্ধ ভাবে দলের জন্য কাজ করে প্রবাস থেকে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন