চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ২৩ আগস্ট বুধবার বিকালে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সিদ্দিকুর রহমান, এসআই (নিঃ) সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম বিএড কলেজের অভিযান চালায়। ভবনের ভিতরে পূর্ব পার্শ্বে ওয়াল সংলগ্ন স্থান হতে মোঃ মনির দালাল (২৮), মোঃ মুশফিকুল আলম রাফি পাটোয়ারী, ও মোঃ ইলিয়াছ হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করিয়া তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পৃথক পৃথকভাবে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় চরফ্যাশন থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করে।