শ্রীমঙ্গলে অকাল প্রয়াত বাস মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত এর স্মরণ সভা ও দোয়া অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শমশেরনগর-শ্রীমঙ্গল বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপপতি ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি প্রয়াত মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত এর স্মরণসভা, দোয়া মাহফিল ও সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল-শমশেরনগর বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে বাস-মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত মোস্তাফিজুর রহমান চৌধুরী’মুকিত এর স্মরণসভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস সমিতির সভাপতি মো. রশিদ উদ্দিন আহমদ। এছাড়াও এসময় ভানুহাছ রোডস্থ শ্রীমঙ্গল-শমশেরনগর মিনিবাস মালিক সমিতির অস্থায়ী কায়ালয় উদ্বোধন করা হয়। অনুষ্টানে শমশেরনগর-শ্রীমঙ্গল বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি মো.তছলিম চৌধুরী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, মৌলভীবাজার জেলা ট্রাক, ট্রেঙ্ক-লরী শ্রমিক ইউনিয়নের নেতা অদুদুর রহমান অদুত, জেলা অটোমোবাইল মেকানিক ইউনিয়নের রেজি-নং ২৬৩৬ এর সভাপতি মো. আব্দুর রব, শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক মিছির আলী, শ্রীমঙ্গল শমশেরনগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, ট্রাক, ট্রেঙ্ক লরী শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখা সভাপতি মো. নুরু মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ১২২৩ শ্রীমঙ্গল শাখার কার্যকরী সভাপতি মো. ইউছুব, সহ-সভাপতি মো. দুলাল মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোজাহিদুর রহমান ফটিক প্রমুখ। এছাড়াও বাস মিনিবাস জেলা ও উপজেলা মালিক সমিতির ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন