মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে গোমনাতী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় এলাকার বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন।এলাকার বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করেন এই কমিটিটি ঘোষণার খুব বেশি দিন হয়নি এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর আমরা স্থানীয় বিনপি সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিলে একটি পরিচিতি সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রেজাউল ইসলাম কে সভাপতি ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির কে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্মানিত করি।কিন্তু পরিচিতি সভার ঠিক পরের দিনই অজ্ঞাত কি কারনে সদ্যঘোষিত সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল তা আমাদের কারই বোধগম্য নয়। আমরা মনে করি এটি অনিয়মতান্ত্রিকভাবে হয়েছে তাই আমরা ইউনিয়ন বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে এই কমিটি পুর্নবহালের জন্য উপজেলা আহবায়ক ও সদস্যসচীব বরাবর ২৮ সেপ্টেম্বর লিখিতভাবে একটি দরখাস্ত করি যেখানে আমাদের সবারই সই রয়েছে।ইতঃপূর্বে কমিটি পুনর্বহালের জন্য উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত আবেদন করছিল দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।জানা যায় গত ৭/০৯/২৩ ইং তারিখ রেজাউল ইসলাম কে সভাপতি এবং জাকিরুল ইসলাম জাকিরকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট গোমনাতী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এরই পরিপ্রেক্ষিতে দলটি উপজেলার আহবায়ক ও সদস্যসচিবের পরামর্শ অনুযায়ী ব্যানার তৈরী করে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীকে নিয়ে গত ১৮ই সেপ্টেম্বরে ইউনিয়নে যে পরিচিতি সভার আয়োজন করেছিল ঐ পরিচিতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সদস্যসচিব কেহই অংশগ্রহণ করেনি। বরং পরেরদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর দলের আইন শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে সদ্যঘোষিত সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে যা গঠনতান্ত্রিক কোন নিয়ম না মেনেই বিলুপ্ত করা হয়েছে বলে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করে আসছে।এ বিষয়ে উপজেলা আহবায়ক আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান গোমনাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে যা প্রমাণিত হওয়ায় ঐ কমিটি বিলুপ্ত করা হয়েছে।সদস্যসচীব রইসুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমি দরখাস্ত পেয়েছি এবং সভাপতির নির্দেশক্রমে তা রিসিভ করেছি।খুব শিঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাহাদত হোসেনের সাথে কথা হলে তিনি জানান আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রে এভাবে কমিটি বিলুপ্তি করার কোন নিয়ম নেই।আমি মনে করি এটা অন্যায় হয়েছে তাই এই কমিটি পুনর্বহাল করা উচিত।উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম কালু বলেন আমাদের মাঝে ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছে তা খুব শিঘ্রই নিরোসন করা হবে।