এম.মুসলিম চৌধুরী,নিজন্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন, বৃক্ষ রোপণ কর্মসূচী, খাবার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেছে আদিবাসী ফ্রন্ট।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার আদিবাসী ফ্রন্টের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জি, মৌলভীবাজার আদিবাসী ফ্রন্ট এর উপদেষ্টা দিলীপ কৈরী, রাজঘাট ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান সেলিম আহমেদ, মৌলভীবাজার আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বারাইক, ইউপি সদস্য শিপন বিশ্বাস, ইউপি সদস্য সুন্দর আলী, সদস্যা মিতু রায়, ইউপি সদস্যা প্রতিমা দাশ, সান্তনা বারাইক প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যের মাঝে মাঝে চা বাগানের কোমলমতি শিশুরা নৃত্য পরিবেশন করে। সন্ধায় ৭৭টি মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে শিশেলবাড়ি চা বাগানের মানুষ। অনুষ্ঠান শেষে চা বাগানের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ফ্রন্ট শিশেলবাড়ি চা বাগানে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন, বিভিন্ন ফলজ, ঔষধি গাছের চারা রোপন করেন অতিথিরা। সবশেষে চা বাগানের প্রত্যেকের মাঝে খিচুরি ও মিষ্টি বিতরণ করা হয়।