এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মির্জপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্টিত হয়। মির্জাপুর চা বাগানের নাচ ঘরে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাক্ষ্য ড. মো. আব্দুস শহীদ।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক খয়ড়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়া মীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ,সাধারণ সম্পাদক জগতজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. উপরু মিয়া, দপ্কর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ননী দেব, সাধারণ সম্পাদক বাবুল গাজী, বদরুল হক, শুভ্রত দেব, সাবের আহমদ, আবেদ হোসেন, বেলাল আহমদ প্রমুখ। এছাড়াও সম্মেলনে মির্জাপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।