হরিপুরে দেবরাজ বুড়াবিল ব্রিজের বেহাল দশা

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় আমগাঁও ইউনিয়নের দেবরাজ বুড়াবিলের ব্রিজ টি কিছু দিন আগে ভেঙে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্হা। প্রতি নিয়ত এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে অনেক মানুষ, মালামাল পরিবহনের প্রধান রাস্তা হিসেবে এই ব্রিজের ওপর দিয়ে একবাজার থেকে অন্য বাজারে যায় এখানকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু পরিতাপের বিষয় যে উক্ত বুড়াবিলের উপর নির্মিত ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে চরম ভোগান্তি পোহাচ্ছ আমগাঁও জামনের বাসিন্দার । ব্রিজ পুনরায় মেরামত না করলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। স্হানীয় বাসিন্দা শ্রী উমাকান্ত ভৌমিক
জানান দেবরাজ বুড়া বিলটির উপর নির্মিত ব্রিজ টি ভেঙে যাওয়ার ফলে আমরা স্হানীয় এলাকা বাসী চরম ভোগান্তিতে আছি, সামনে আমন ধান কাটার পর সেই ধান আমরা এই রাস্তার উপর দিয়ে বাসায় আনি কিন্তু ব্রিজ টির বেহাল দশার কারনে আমরা খুব চিন্তিত্ব আছি। এলাকা বাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি অত্র ইউনিয়নের চেয়ারম্যান কতৃক ব্রিজটি পূর্ণ সংস্কার হলে কৃতজ্ঞ থাকব।

শেয়ার করুন