ঠাকুরগাঁও সীমান্ত থেকে বিলুপ্ত প্রায় নীলগাই উদ্ধার

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ভারতের থেকে আসা বিলুপ্তপ্রায় একটি নীল গাই ঠাকুরগাঁও-৫০ বিজিবি সোমবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে কান্তিভিটা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেরেছেন। সীমান্তের কান্তিভিটা বিওপি’র ৩৯০ নং পিলারের নিকটবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক স্থানে স্থানীয়রা নীল গাইটিকে দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি’র টহলদল ঘটনাস্থল পৌছান এবং খোঁজ শুরু করেন পরে নীলগাইটি ধনতলা সীমান্তের ৩৯২ নং পিলারের মোরলপাড়ার দিকে অগ্রসর হয়। বিষয়টি জানতে পেরে পাশ্ববর্তী ধনতলা সীমান্তেও জানানো হয়। পরে পাড়িয়া ইউনিয়নের ৩৯১/৩- এস পিলারের ৩ কি:মি: অভ্যন্তরের ফকিরভিটা নামক স্থানে এলাকার লোকজনের সহায়তায় নীল গাইটিকে উদ্ধার করেন বিজিবি’র কান্তভিটা টহল দল। এ বিষয়ে জানতে চাইলে ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসকের সাথে পরামর্শ ক্রমে এটিকে আমরা বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে অতিদ্রততার সাথে আমরা বিলুপ্ত প্রায় নীলগাইটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করবো।

শেয়ার করুন