আব্দুস সামাদ পাটগ্রাম প্রতিনিধি
সোমবার ভোর ৬.৩০ মিনিটে ৪৮ ঘন্টা হরতালে ২য় দিনে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের নেতৃত্বে অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ের লক্ষ্য হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে ধরলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ নাসির মোড়ে এসে হয়। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিঃসহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রধান ডেভিড, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রানা, সদস্য সচিব তানভীর আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, পৌর ছাএদলের সদস্য সচিব লিটু,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউল হক মামুন, সাবেক ছাএনেতা হবিবর রহমান পলাশসহ পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। শেখ হাসিনার পদত্যাগ,তফসিল বাতিল, ১ (এক) দফা আদায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন।