তানজিল হোসেন, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা সদরের একটি সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সহযোগী পার্টনার হিসেবে ছিলো ইউরোপীয় ইউনিয়ন ও কারিগরি সহযোগিতায় ক্রিস্টিয়ান এইড। গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেইন এজেন্ট মাহফুজ আলম ও ফ্যাসিলেটর কাওছার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, সংবাদকর্মী ও গোয়াইনঘাট এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য তানজিল হোসেন ও সংবাদকর্মী নোমান আহমদ প্রমুখ। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী, দলিত, হিজড়া ও চা শ্রমিক প্রতিনিধি সহ বিভিন্ন সেবামূলক দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন, ব্লাস্ট এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন স্টিয়ারিং কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানান।