এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৫ আসামিসহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চলিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ মোট ৮জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর-৬৬/০৮ (বন) মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত মো. মন্নান গাজী ও একই মামলায় সমান সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত সত্যবান বাউড়ী, জিআর-২১১/১১ (শ্রী:) মামলায় ছয় মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত মামুন মিয়া, জিআর-০৪/২৩ (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত গিয়াস উদ্দিন, জিআর-১২৪/২৩ (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত সুমন পাল, নারী ও শিশু ১৭৭/২৩, পিটিশন-১৮০/২২ মামলার পরোয়ানাভুক্ত মাসেদা বেগম এবং জিআর-২৭০/২০২০ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত টোটন মিয়া, জিআর-২৩৪/২২ এর পরোয়ানাভুক্ত তামজিদ ওরফে তাওহিদ হোসেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৮ আসামিকে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।