শহরের শোভাবর্ধনে যত্রতত্র লাগানো ব্যানার পোস্টার অপসারন


এম.মুসলিম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক:
পর্যটন শহর শ্রীমঙ্গলের শোভাবর্ধনে শহরের বিভিন্ন সড়কের পাশে বিদ্যুতের খুটিসহ বিভিন্ন স্থানে যত্রতত্র লাগানো ও ঝুলন্ত পোস্টার ব্যানার অপসারন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শহরতলীর হবিগঞ্জ সড়কের বাসষ্ট্যান্ড এলাকায় দেখা যায় উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তারুকদারের উপস্থিতিতে বিদ্যুতের খুটিতে লাগানো এসব পোস্টার ও ব্যানার অপসারন করা হচ্ছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, এখন পর্যটন মৌসুম, এসময় দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমান পর্যটক শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। শহরের শোভাবর্ধনে যত্রতত্র লাগানো এসব সাইনবোর্ড, ব্যনার পোস্টার অপসারন করা হচ্ছে। ইতোমধ্যে শহরের শোভাবর্ধনে শহর এলাকার বিভিন্ন স্থান থেকে পুরাতন এসব ব্যানার ফেন্টুন অপনারন করা হয়েছে।

শেয়ার করুন