এম,মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির নৌকা প্রতীকের প্রচারণা জমে উঠেছে।
শুক্রবার (বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অর্ধেন্দু কুমার দেব, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফণীভূষন চক্রবর্তী, যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আবু তোয়াহিদ আকাশ, নেতা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা মহসিন আহমেদ, ৮ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
পরে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
গতকাল ২১ ডিসেম্বর সকালে নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উঠান বৈঠক ও নির্বাচনী সভায় নৌকা প্রতীকে ভোট চান। এছাড়াও এমপি কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার মহিলা নেত্রী এমপি কন্যা উম্মে ফারজানা ডায়না শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠকসহ ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন।
সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলার সিন্দুরখান ইউনিয়নে নির্বাচনী সভা করে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভেট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।