ছাতকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

গতকাল সোমবার (২০মে) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ মঙ্গলবার (২১মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্নার উপস্থিতিতে ছাতক থানা পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাওলানা আব্দুস সোবহান, এডভোকেট আবুল কালাম, সাবেক ব্যাংক ককর্মকর্তা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, ফারুক মিয়া, গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম কিরন, আওলাদ আলী রেজা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন, কাজী আব্দুস সামাদ, বিএনপি নেতা ফারুক মিয়া, শালীশ ব্যক্তিত্ব মুজিবুর রহমান, আবু হানিফা সায়মন, দিলোয়ার হোসেন চয়ন, মঞ্জুর আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন আহমদ, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ছাতক প্রতিনিধি সুজন তালুকদার, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন মসজিদের ইমামগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ পুত্র,৩ কন্যা ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন