জায়গা না পেয়ে বসত ঘরের বারান্দায় কবর দিলেন মাকে

মোঃ ফাহিম, চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি:
বসত ঘরের বারান্দার টিন খুলে খোড়া হয়েছে কবর।
সাড়ে তিন হাত জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মাকে কবর দিলেন সন্তানরা।মারা যাওয়ার পর সন্তানরা সারারাত মায়ের লাশ নিয়ে ঘরে বসে থাকলেও দেখতে আসেনি কেউ।
ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অজিমদ্দি গ্রামের সর্দার বাড়ীতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে মারা যান জুবেদা খাতুন। হত দরিদ্র জুবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই। যতটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বিরোধকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন রফিকুল। মারা যাওয়ার পর জুবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে সাড়ে তিন হাত জায়গা চান। কিন্তু পূর্বের সেই বিরোধের জন্য কিছুতেই তাকে কবর দিতে জায়গা দেয়নি তারা।
ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে।
খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে দু’দিন পর জুবেদার কবরটি সুরক্ষার জন্য ইট বালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ জুবেদা ছিলেন অত্যন্ত গরিব, থাকতেন ঝুপড়ি ঘরে।মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে জীবন যাপন করতেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল রফিকের স্ত্রী জানান, দাফনের সময় তারা বাধা দেননি।
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন জানান, বিষয়টি তিনি শুনেছেন। পূর্ব বিরোধের কারণে মাটি দিতে দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হৃদয়বিদারক এই ঘটনার পর এখন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ এবং এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে দাবী জানিয়েছেন এলাকাবাসি।
শেয়ার করুন