»সারা দেশ»ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক লাগেনা: ডা: মুজিবুল হক
ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক লাগেনা: ডা: মুজিবুল হক
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
উপাধ্যক্ষ ডা: মুজিবুল হক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু রোগ বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:
ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক ঔষধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ, শিশু রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মুজিবুল হক।
তিনি বলেন, পরিবারের একাধিক ব্যক্তি একসাথে জ্বরে আক্রান্ত হলে বুঝতে হবে এটা ভাইরাসজনিত জ্বর। এই জ্বরের মাত্রা অনেক বেশি হয়। ১০৩-৪ ডিগ্রি ফারেনহাইটও হতে পারে। সাথে সর্দি, কাশি, গায়ে ব্যাথা থাকতে পারে। শিশুদের ক্ষেত্রে পাতলা পায়খানাও থাকতে পারে।
ডেঙ্গু জ্বরও এক ধরণের ভাইরাস দিয়ে হয়। আপনি যদি ডেঙ্গু প্রবণ এলাকায় বাস করেন, তাহলে ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় টেস্ট করাতে হবে।
যেকোন ভাইরাসজনিত জ্বর কমতে কমপক্ষে তিন দিন সময় লাগে। অনেকের সাত দিনও লাগতে পারে। ভাইরাস জ্বরের মুল চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল। সঠিক মাত্রায় প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপ ৪-৬ ঘন্টা পর পর দিতে হবে। জ্বরের মাত্রা বেশি হলে ভেজা কাপড় দিয়ে সারা শরীর বার বার মুছে দিতে হবে।
ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোন কাজ করে না, বরং নানাভাবে ক্ষতি করে। তাই ফার্মেসীওয়ালা, হাতুড়ে ডাক্তার কিংবা অন্য কারও পরামর্শে এন্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
মুজিবুল হক বলেছেন, ভাইরাস জ্বর হলে কমপক্ষে তিন দিন ধৈর্য ধরুন। প্যারাসিটামল খান, তারপরও উন্নতি না হলে কমপক্ষে এমবিবিএস ডিগ্রী আছে, এমন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার সাহেব কোন পরীক্ষা নিরীক্ষা করতে দিলে সেগুলো করান। তারপর উনার পরামর্শমত এন্টিবায়োটিক খান।