শিকড়ের সাথে সেতুবন্ধন

ধৈর্যধারণের মাধ্যমে বিজয় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হবে: মিজানুর রহমান চৌধুরী 

সুদীপ দাশ, ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাতক-দোয়ারাবাজার ঐতিহ্যগত ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কুচক্রী মহল সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাতে পারে। কোনভাবেই সম্প্রীতি বিনষ্ট করা যাবে না।
তিনি বলেন, ছাত্র-জনতার কঠোর আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। আমাদের এখন ঐক্যবদ্বভাবে সার্বিক পরিস্হিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধৈর্যধারণের মাধ্যমে বিজয় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
গতকাল মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে সুনামগঞ্জের ছাতক বাসট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবু সুফিয়ানের পরিচালনায়  অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, জয়নাল আবেদীন মহি, শহিদুর রহমান সোহেল, নুরুল আলম চেয়ারম্যান, জসিম উদ্দিন সালমান, ফরিদ আহমদ, আশরাফ চৌধুরী মাসুম, আশরাফুল হক, আজিজুর রহমান, যুবদল নেতা আবিদুর রহমান আবিদ, মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শংকর কুমার দাস, ছাত্র দল নেতা সাকিব আহমেদ প্রমুখ।
শেয়ার করুন