বিশেষ প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে গত সোমবার (৫ আগষ্ট) একদল উশৃংখল দুষ্কৃতিকারী মৌলভীবাজার শহরের কোর্ট রোডে জেলার জনপ্রিয় মামার বাড়ী রেস্টুরেন্টে প্রবেশ করে চেয়ার টেবিল,দরজা,জানালা,কাপ-প্লেইট,গ্লাস, এসি ও চেয়ার-টেবিল ভাংচুর করে। এসময় ওই দুষ্কৃতিকারীরা রেস্টুরেন্ট এর মূল্যবান ১৫ টি এসি,৫০ টি ফ্যান,ফ্রিজ,গ্যাস সিলিন্ডার,গ্রিল মেশিন,জেনারেটর,আইপিএস ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলা চালিয়ে রেস্টুরেন্ট এর ডেকোরেশন এর ব্যাপক ক্ষতি সাধন করে দুষ্কিৃতিকারীরা। এতে মালিক পক্ষের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে মামার বাড়ী রেস্টুরেন্ট এর এমডি মুহিবুর রহমান আকাশ জানান,গত ৪ আগষ্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সময় ছাত্রদের ওপর হামলা করলে অনেক ছাত্র আমাদের রেস্টুরেন্টে আশ্রয় নেয়। আমরা তাদের আশ্রয় দেই। কিন্তু গত ৫ আগষ্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের খবর পেয়ে আমাদের রেস্টুরেন্টে একদল দুষ্কৃতিকারী হামলা ও লুটপাট করে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তার এ বিশাল ক্ষতি সাধন তিনি কিভাবে কাটিয়ে উঠবেন এবং কোথায় গিয়ে বিচার চাইবেন তা ভেবে পাচ্ছেন না বলে জানান।