ছাতকে এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

 সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর-পলিরগাঁও (এলপি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশিকুর রহমানের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৫ আগষ্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। একই দিনে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন,১৯৯৫ সাল হতে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে তিনি লাগামহীন দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক এসএম আশিকুর রহমান মাসে ৮-১০ দিন বিদ্যালয়ে উপস্থিত থেকে প্রতি মাসের বেতন- ভাতা নিচ্ছেন। ২০২০ সালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান, নৈশপ্রহরী,আয়া ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে ৫ টি পদের বিপরীতে তিনি লোকবল নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের বিষয়টি ম্যানেজিং কমিটির অনেক সদস্যরা ওয়াকিবহাল নন। তিনি গত ১৬ বছরে বিদ্যালয়ের ফান্ডের ৫০ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও অতিরিক্ত সেশন ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি নেয়া সহ এসএসসি পরীক্ষার্থীদের কাছে থেকে শর্ত সাপেক্ষে জামানত বাবত ১৫ হাজার টাকা করে নিয়ে এসব টাকা তিনি ফেরত দেন নি। এসএসসি পরীক্ষার্থীর প্রাক- নির্বাচনী পরীক্ষার ফলাফল পরিবর্তন, স্বজনপ্রীতি ও টাকা গ্রহণের অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বেলায়ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রধান শিক্ষকের পছন্দের লোককে বার-বার সভাপতি নির্বাচিত করেন তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে। যার ফলে বিদ্যালয়ে দুর্নীতি চরম আকার ধারণ করেছে।
শেয়ার করুন