শ্রীমঙ্গলে মা মারিয়ার জন্ম তিথিতে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীযয় ভাবগামবীর্য পরিবেশে জপমালা মা মারিয়ার জন্ম উৎসব পালিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার দুপুরে শ্রীমঙ্গল হরিণ ছড়ায় খ্রিস্টধর্মলম্বীরা আয়োজনে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়। প্রার্থনার প্রধান পুরোহিত হিসেবে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ সিএসসি। গাঢ় কমিউনিটি লিডার পার্থ হাজং এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পাল পুরহিত ফাদার ফাদার রবার্ট নকরেট। এ সময় বক্তব্যদেন ফেলিক্স আশাংক্রা ও গ্রামের মাতব্বর অনুপ চিসিং। পরে কাটা হয় মা মারিয়ার জন্মদিনের কেক। এ সময় প্রধান পুরোহিত সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা: সত্য কাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ ও আদিবাসী নেতা সবুজ তজু। বিকেলে মা মারিয়ার বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা করেন ভক্তরা।

শেয়ার করুন