সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ অংশগ্রহণ করে ছাতক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন উপজেলার মুল্লাআতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লিবী চৌধুরী ।
ছাতকে পল্লবী চৌধুরী খুবই পরিচিত একটি নাম। তিনি একাধারে একজন শিক্ষক, আবৃত্তি শিল্পী, স্কাউটার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তিনি তার সৃজনশীল কর্মকান্ডের জন্য সকল পর্যায়ে প্রশংসা কুঁড়িয়েছেন। তিনি একজন দক্ষ ও মেধাবী শিক্ষিকা হিসেবে পরিচিত। তিনি কাব স্কাউট শাখায় এ্যাডভান্সড কোর্স সম্পন্ন।এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন গর্বিত সদস্য।
পল্লবী চৌধুরীর জন্ম সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা গ্রামে।তার বাবা গোপেন্দ্র কুমার চৌধুরী ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন।পাঁচ বোনের মধ্যে পল্লবী চৌধুরী চতুর্থ । ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। মা বাবা দু’জনেই তাকে সকল কাজে নানা উৎসাহ উদ্দীপনা যুগিয়ে তিলে তিলে বড় করেছেন।
পল্লবী চৌধুরী মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কৃতিত্বের সাথে এস.এস.সি ও ছাতক সরকারি ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাস করেন। পরে তিনি ছাতক ডিগ্রী কলেজ থেকে স্নাতক ও লিডিং ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাশ করেন।বর্তমানে তিনি মুল্লাআতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে পল্লবী চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি প্রথম বারের মতো উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছি। এই অর্জন ধারাবাহিকভাবে ধরে রাখা বড়ই কঠিন ব্যাপার। আমার বিদ্যালয়ের শিক্ষকরাও আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। উপজেলায় অনেক শিক্ষক রয়েছেন যারা আমার চেয়েও অনেক যোগ্য। তবুও আমাকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সকলের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা আমার কোমলমতি শিক্ষার্থীদের প্রতি যাদের ছাড়া আমি একদমই শুন্য। তাদের জন্যই আজকে আমার এই সম্মান। সর্বোপরি, আমি শ্রেষ্ঠ হতে চাইনা, আমি কর্মে বিশ্বাসী। যতদিন বাঁচব ভালো কাজ করে যাবো।