নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ শোভা যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরে জেলা মহিলা দলের আয়োজনে এ শোভা যাত্রা বের করা হয়। বর্নাঢ্য শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভা যাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সহ সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া রহমান কলি ও সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুত্রধরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, বিশেষ অথিতি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. হেলু মিয়া। বক্তব্য রাখেন – মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন,মহিলা দলের নেত্রী সুয়ারা বেগম,লিরিয়া বেগম,নেওয়া বেগম সাথী আক্তার প্রমূখ।
মৌলভীবাজারে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী
শেয়ার করুন