»সারা দেশ»নবীগঞ্জে প্রাক্তন শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল
নবীগঞ্জে প্রাক্তন শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মরহুম এম,এল,এম মাহবুব চৌধুরী, হাফিজুর রহমান খান দিলু, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, কৃপাসিন্দু রায় চৌধুরী, সাবেক সহকারী শিক্ষক প্রশান্ত কুমার চক্রবতী,বজলুর রহমান, রাখাল চন্দ্র দাশ, মাওলানা আব্দুছ ছবুর, রাজিব রায় ও দারোয়ান লিয়াকত আলী’র স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (১৫ সেক্টম্বর) দুপুর ১ঘটিকার সময় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে স্কুল প্রাঙ্গনে হামদ-নাত গজল ও দুরুদ শরিফ পাঠ করা হয়। জোহরের নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ কবির, জলী রানী দাশ, অর্পনা রানী তালুকদার, সলীল কুমার দাশ, প্রিয়তোষ চক্রবর্তী, রাজীব চন্দ্র দাশ, অজয় চন্দ্র ধর, দীপক চন্দ্র সরকার, পারভিন বেগম, কৃপাসিন্দু নাথ, মাওলানা শিহাব আহমেদ।
স্মৃতিচারণে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ কবির, রাজিব চন্দ্র দাশ, এসএসসি ১৫ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতাউর রহমান শামীম, এছাড়াও উপস্থিত ছিলেন সাজু আহমেদ হৃদয়, জাকারিয়া আহমেদ, স্বপন রবি দাস, রাব্বী আহমেদ, রাসেল আহমেদ, রিহান আহমেদ সাফি , হুমায়ুন কবির, জয়নাল আবেদীন,সাদ্দাকুর,পাবেল, নাজমুল ইসলাম সাগর, রতন, সুব্রত, অনিক,জীবন, সালামিন, দীপংকর, সৌরভ, নিপ্পন, নিকলেস, জীবন্ত, শুভ, বদর উদ্দিন, অপূর্ব, সাগর, রিমন, মজনু, দেবাশিষ, যুবরাজ, মোর্শেদ আলম, পূর্ণ রায়, হাবিব, সৈকত, গৌতম, মুন্না, সাধন, রুবেল, লিটন, সাহেদ, প্রমুখ সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মরহুম এম,এল,এম মাহবুব চৌধুরী, হাফিজুর রহমান খান দিলু, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, কৃপাসিন্দু রায় চৌধুরী, প্রশান্ত কুমার চক্রবতী,বজলুর রহমান, মাওলানা আব্দুছ সবুর, রাখাল দাশ, রাজিব রায় স্যারের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুরুদ শরিফ পাঠ করে বিশেষ মোনাজাত করেন মাওলানা সিহাব আহমেদ। মোনাজাত শেষে শিরনী বিতরন করা হয়েছে।