চরফ্যাসনে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর কর্তৃক নার্সদের সম্পর্কে কটুক্তির প্রতিবাদসহ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশসহ মানববন্ধন করেছেন ভোলার চরফ্যাসনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগের দাবিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নাসিং সুপারভাইজার আকলিমা খানম, নাসিং ইনচার্জ সম্পা খানম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন , নাসিং অফিসার আল ইমরান, আল মামুনসহ চরফ্যাসন হাসপাতালে কর্মরত সকল নার্সরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনের সমাবেশ থেকে বক্তারা নার্সদের নিয়ে জঘন্য কটুক্তিকারি নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগ দাবি করেন।একেই সাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রোর পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ণের দাবি জানানো হয়।

শেয়ার করুন