বাংলাদেশকে একশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক– জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া তাদের কাছ থেকে বাজেট সহায়তাও পাওয়া যাবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর ম্যাথিও ভারজিসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করে।

অর্থ উপদেষ্টা জানান, ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। তবে, বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও সেটি যাতে বাস্তবায়নযোগ্য হয়, তা নিয়ে আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 

 

রিপোর্ট সোর্স-এটিএন নিউজ

শেয়ার করুন