জন জীবন:
আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর নতুনগাঁও ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ- ফেরতদের পুনরেকত্রীকরণ সংক্রান্ত প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মোঃ রবিউল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহ তপন শেখের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, চূরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন, ব্র্যাক মুন্সীগঞ্জ সদরের প্রোগ্রাম অরগানাইজার আলেয়া আক্তারসহ ফোরামের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রবাসী ও বিদেশ ফেরতদের সচেতনতা ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।