»সারা দেশ»ছাতক ও দোয়ারাবাজারে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু
ছাতক ও দোয়ারাবাজারে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছাতক উপজেলায় ১ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ২ জন মারা গেছেন।
আজ ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকালে ছাতক সদর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে সুন্দর আলী (৪৭) নামের এক ব্যাক্তি বজ্রপাতের আঘাতে মারা যান। তিনি ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুুুুশিদ আলীর পুত্র।
ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বজ্রপাতে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়ে জালাল মিয়া (৩৫) ও জসিম উদ্দিন (২৬) নামের দুই জন মারা গেছেন। নিহত্ জালাল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার পুত্র এবং জসিম উদ্দিন একই গ্রামের নুরুল হকের পুত্র।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।